দলের কুষ্টিয়া জেলা শাখার আংশিক নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
সম্প্রতি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কুষ্টিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন আহমেদকে আহ্বায়ক এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে সদস্যসচিব করে কুষ্টিয়া জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
Post a Comment