এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেন, আমাকে এবং বাবুল ও রাকিবকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
আমি, বাবুল ও রাকিব বিচার সালিশের নামে কোন প্রকার টাকা হাতিয়ে নেইনি আমরা এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন-প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত নিজাম সিন্ডিকেট নামে এমন কোন সিন্ডিকেটের অস্তিত্ব নেই। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে। শুধু আমাকে ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব বাবুল, যুবদল নেতা রাকিবসহ আমাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য।
আতাউর রহমান গ্রেফতার ঘটনাটি ভিন্নভাবে সাজিয়ে পত্রিকায় আমাদেরকে জড়িয়ে বিচার সালিশের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছি উল্লেখ করে সংবাদ প্রকাশ করার বিষয়টি মানহানিকর বটে। আমরা উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Post a Comment