Halloween Costume ideas 2015
October 2024


আমাদের সোনারগাঁওঃ দৈনিক কালের কণ্ঠ'র সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও সোনারগাঁ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গাজী মোবারক বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র (বিএসসি) কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

সম্প্রতি ঢাকার দোহারের মৈনট ঘাট পদ্মারপাড়ে দু’দিন ব্যাপী সারাদেশের ৬৪ জেলার সাংবাদিকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার সমাপনী অনুষ্ঠানের দিন নবগঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র (বিএসসি) কেন্দ্রীয় ৫১ সদস্যের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য হিসেবে গাজী মোবারককে মনোনীত করেন।

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় চার্জ কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন তিনি। ওই মিলনমেলায় দলবাজীমুক্ত, লেজুরবৃত্তিহীন, মুক্ত স্বাধীন সাংবাদিকতা এবং সামাজিক দায়বোধ থেকে সুস্থ ধারার সাংবাদিকতা ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ কার্যকর ভূমিকা পালনের শপথ গ্রহণ করেন। স্বাধীনতার ৫৩ বছরে এই প্রথম মৈনট ঘাট পদ্মারপাড়ে অনুষ্ঠিত সাংবাদিকদের মিলনমেলায় সমস্বরে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় নির্বাহী কমিটির সভাপতি শিশু সাহিত্যিক ও অনুকাব্যের জনক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক (দন্তস রওশন খ্যাত) সাইদুজ্জামান রওশন। সেদিন সারাদেশ থেকে আগত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আত্মপ্রকাশ ঘটে ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ (বিএসসি) নামে একটি বৃহৎ সংগঠন। ওইদিন ৭ সদস্য বিশিষ্ট একটি চার্জ কমিটির মাধ্যমে সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়।



আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজের জমি সংক্রান্ত বিষয়ে মানববন্ধন করে কয়েকটি অনলাইন ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে অপ-প্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুল মতিন।

২৯ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার পৌর-ভবনাথপুর এলাকায় আব্দুল মতিন তার নিজ বাসভবনে (স্বপ্ননীড়) বিভিন্ন ইলেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত ২৭ অক্টোবর রবিবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সামনে তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

সংবাদ সম্মেলনে  আব্দুল মতিন বলেন, মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সামনে ১০৩ শতাংশ সম্পত্তি রেকর্ডীয় মালিকদের কাছ থেকে ক্রয় করেছেন। তার কাছে প্রয়োজনীয় মালিকানার সকল কাগজপত্র রয়েছে। স্থানীয় প্রশাসনের মাধ্যমে এর সুরাহাও হয়েছে। কিভাবে রেকর্ডীয় সম্পত্তি হয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাগজপত্র নিয়ে বসলেই এটি ব্যক্তি সম্পত্তি নাকি সরকারী সম্পত্তি পরিস্কার হয়ে যাবে। একটি কুচক্রী মহল কোমলমতি ছাত্রছাত্রীদের ব্যবহার করে বিভিন্নভাবে অপ-প্রচার চালিয়ে আমার  জমি দখলের পায়তারা করছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সোনারগাঁ থানা যুবদল নেতা গাছ বাওয়া বানর খ্যাত আশরাফ প্রধান আমার কাছে মোটা অংকের চাঁদা দাবী করলে আমি দিতে রাজি হইনি বলে আমার বিরুদ্ধে স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করেছে। তার সাথে আওয়ামীলীগ আমলের জাতীয়পার্টি নেতা এবং বর্তমান বিএনপি নেতা, হত্যা মামলার আসামী রফিকুল ইসলাম বিডিআর, বিতর্কিত মুক্তিযোদ্ধা সোহেল রানা, সফিকুল ইসলাম মাষ্টার, যুবদল নেতা শাহাদাত হোসেন ও তাদের সমমনাদের যোগসাজশে আমাকে সমাজের চোখে হেয়-প্রতিপন্ন করে আমার ক্রয়কৃত সম্পত্তি দখল করার পায়তারা করছে। বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর ও যুবদল নেতা আশরাফ প্রধান যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের নেতাকর্মীদের সাথে আতাত করে বিভিন্ন অপ-কর্ম করে থাকে বলেও জানান আব্দুল মতিন।

বিগত সরকারের আমলে আপনার যায়গা কিভাবে স্কুলের দখলে ছিল? এমন প্রশ্নের জবাবে আব্দুল মতিন বলেন, আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে বড়বড় রাঘববোয়ালরা জোর পূর্বক আমার যায়গা দখলে নিয়ে মুক্তিযোদ্ধা অফিস, মসজিদ ও বাজার তৈরী করে দখলে রেখেছে। এ বিষয়ে আমি মামলা করলেও কোন ন্যায় বিচার পাইনি। তিনি বলেন, ছয় শতাংশ যায়গা ব্যতীত এখানে স্কুলের কোন যায়গা নেই। কাগজে কলমে পুরো সম্পত্তির মালিক আমি। স্কুলের ছয় শতাংশ যায়গা ব্যতীত যদি অন্যকোন কাগজপত্র তারা দেখাতে পারেন পুরো সম্পত্তি স্কুলের নামে লিখে দেবে বলেও চ্যালেঞ্জ করেন ব্যবসায়ী আব্দুল মতিন।

সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মতিন তার বিরুদ্ধে মানববন্ধন করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।



আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্কুল ও মুক্তিযোদ্ধাদের জমি দখলের প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রয় সুত্রে ওই সম্পত্তির মালিক "আব্দুল মতিন"। 

সোমবার(২৮ অক্টোবর) দুপুরে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় নিজ বাসায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আব্দুল মতিন বলেন,  ‘সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। আমাকে রাজনৈতিকভাবে হেয় করে স্বার্থ হাসিলের জন্য ভূমিদস্যু আশরাফ প্রধান এলাকার কিছু সিন্ডিকেটের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে জমি দখলের মিথ্যা অভিযোগ করিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। আশরাফ প্রধান একজন আওয়ামীলীগ নেতার ভাই, সে সবসময় আওয়ামীলীগ নেতাদের সাথে আতাত করে চলাফেরা করেছে৷ আর রফিকুল ইসলাম বিডিআর একজন জাতীয় পার্টির নেতা, বিগত দিনে তিনি জাতীয় পার্টির এমপি লিয়াকত হোসেন খোকার সাথে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে বিভিন্ন মিটিং মিছিল করেছে এটা সোনারগাঁবাসী জানে।

প্রকাশিত ভিত্তিহীন সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমি কারও জমি দখল করিনি; বরং গত ১৬ বছরে আমাদের ব্যক্তিমালিকানাধীন  সম্পত্তি আওয়ামী লীগের লোকজন দখল করে আসছিলো। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও জমিগুলো পুনর্দখল থানায় অভিযোগ দায়ের করে পুলিশের সহায়তায় সাইনবোর্ড সাঁটিয়ে দেই। এখন জমি দখলের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো ভিত্তি নেই। বিএনপির রাজনীতি করায় একটি মহল আমার ব্যক্তিগত সুনাম ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।

তিনি আরও বলেন, স্কুলের সামনে যে যায়গাটি নিয়ে মানববন্ধন করা হয়েছে তার ছয় শতাংশ ব্যতীত পুরো যায়গাই আমার। আমি এবিষয়ে উপজেলা প্রশাসনের কাছে গিয়েছি। আগামী সপ্তাহে মিমাংসা করার কথা রয়েছে।



আমাদের সোনারগাঁওঃ বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদ খুনি হাসিনা মানুষের উপর দীর্ঘ ১৫ বছর নির্যাতন, অত্যাচার, গুম ও খুন করেছেন। শুধু গুম, খুন করেনি প্রতিটি সেক্টরে করেছেন দুর্নীতি ও লুটপাট। খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হবে।

২০ অক্টোবর রবিবার বিকেলে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর ইসলামি মহাসম্মেলন মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামীলীগের দোসররা যেখানে কর্মসূচি দেওয়ার চেষ্টা করবে দলমত নির্বিশেষে সবাইকে এক সাথে প্রতিহত করতে হবে। এই দেশে যারা আওয়ামীলীগ করেছে তারা তওবা করে সারাজীবনের জন্য সরে আসুন। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাকে দেশ থেকে পালানোর সময় লাগেজ করে দেশের টাকা, পয়সা নিয়ে চলে গেছেন। শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের প্রতিই মায়া নেই দেশের মানুষের প্রতি মায়া থাকবে কি ভাবে? এই দেশের মানুষ আওয়ামীলীগকে আর দেখতে চায় না। তাই যারা গুম খুনের সাথে জরিত তাদের এই দেশে এনে বিচার করা হবে।

গণ সমাবেশ বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা হুসাইন আহমদ প্রমূখ।


আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শারদীয় দুর্গোৎসব ২০২৪ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

১২ অক্টোবর শনিবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা যুবদলের উদ্যোগে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভৈরব্দী এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় ভৈরব্দী শ্রী শ্রী দূর্গা পূজা কমিটির অনুকূল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব। বিতরণকালে খাইরুল ইসলাম সজিব বলেন, ধর্ম যারযার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। তিনি বলেন, আমরা সবাই বাংলাদেশী, যেকোনো ধর্মই হোক আমরা সবাই ভাইভাই, যুবদলের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে সবসময়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, কৃষক দলের সদস্য সচিব বাবুল আহমেদ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ মোল্লা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক রাকিব হাসান, কাউসার, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, বাবু, জুয়েল ও মুন্নাসহ নেতৃবৃন্দ।



আমাদের সোনারগাঁওঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমার জীবনে রাজনৈতিকভাবে কখনো কোন সুবিধা ভোগ করিনি, ভোগ করার চেষ্টাও করিনি। সারাজীবন বিএনপির রাজনীতির স্বার্থে জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে নেতাকর্মীদের বিপদে পাশে থেকেছি। নিজের উপার্জনের টাকা ব্যয় করে দল করেছি। ভবিষ্যতেও বিএনপির সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। তিনি বলেন, আমি ও আমার ছেলে খাইরুল ইসলাম সজিব'ই শুধু নয়, আমার আত্নীয়স্বজনসহ আমরা সবাই বিএনপির রাজনীতি করি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি ও আমার ছেলের বিরুদ্ধে কয়েকটি পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ৬টি মামলা হয়েছে সত্যি কিন্তু ওই মামলার বাদী আমি না, আমার ছেলেও না। সিদ্ধিরগঞ্জের মাদানীনগর ও ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষে নিহত ও আহত হওয়ার ঘটনায় সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজের ঢালে ঘটনাস্থল দেখিয়ে এসব মামলা করা হয়। সব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামীলীগের নেতাকর্মী, সাধারণ ব্যবসায়ী ও দিনমজুরসহ নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দেখিয়ে আরও প্রায় চার হাজার মানুষকে আসামি করা হয়েছে। এসব মামলার নেপথ্য কারিগর আমি আজহারুল ইসলাম মান্নান এমনটাই পত্রিকায় লেখা হয়েছে। মান্নান বলেন, এখন কি বিএনপি ক্ষমতায় আছে যে পুলিশ প্রশাসন শুধু আমাদের কথাই শুনবে? এগুলো একেবারেই ভ্রান্তি ও গুজব। সোনারগাঁ থেকেও ৪ জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শহীদ হয়েছেন। তাদের পরিবার কি মামলা না দিয়ে বসে থাকবে?

নিরপরাধ মানুষদের মামলা দিয়ে বাড়িছাড়া করে তাদের ঘরবাড়ি দখল, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হয়েছে। এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি কারো বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছি এমন রাজনীতি আমার ইতিহাসে নেই। এ ছাড়া ইকোনোমিক জোনে যারা আগে ব্যবসা করতেন তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ঝুটসহ নানা ব্যবসা জোরপূর্বক করে যাচ্ছি আমি ও আমার ছেলে খাইরুল ইসলাম সজীব এগুলো সবই মিথ্যা। উপজেলার দত্তপাড়া গ্রামের বিএনপি নেতা মোশারফ, মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আতাউর রহমান, নিজামুদ্দিন, বাবুল ও শামীম এরা পরিবহন চাঁদাবাজ এসব কথা মিথ্যে ও উদ্দেশ্য প্রনোদিতভাবে সংস্কার পন্থিরা গণমাধ্যম কর্মীদের ভুল তথ্য দিয়ে অপপ্রচার করছে বলেও জানান তিনি। পত্রিকায় লেখা হয়েছে নীরিহ মানুষের জমি দখল করে নিচ্ছে মান্নানপন্থি বিএনপি নেতা মেনা, বারদী এলাকার আব্দুর রহমানসহ বিশাল বাহিনী। এ ব্যপারে আজহারুল ইসলাম মান্নান বলেন, কাগজপত্র ছাড়া একজনের জমি কি আরেকজন দখল করতে পারে? এটা একেবারেই হাস্যকর। ক্লিন ইমেজের বিএনপি নেতাকর্মীদের যাদের আমি রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে মিথ্যা মামলায় আসামি করেছি এটা কি বিশ্বাস যোগ্য? সোনারগাঁয়ে আমি আজহারুল ইসলাম মান্নান ও আমার নেতাকর্মীরা ব্যতীত কোন সংস্কার বাদীরা ক্লিন ইমেজের নেতা হতেই পারেনা! তারা বিগত ১৬ বছর কোথায় ছিলো? এখন ক্লিন ইমেজার নেতা হয়ে গেলো! মান্নান বলেন, আমি নাকি মামলায় আসামি করার ভয় দেখিয়ে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছি! অথচ এই আওয়ামীলীগ নেতারাই আমাকে ডজন ডজন মামলা দিয়েছিল, তাদের সাথে আর্থিক লেনদেন করার প্রশ্নই আসেনা। পত্রিকায় আসে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সোনারগাঁ ইকোনোমিক জোনে সিন্ডিকেট করে হাজার কোটি টাকা কামানো ইঞ্জিয়ার মাসুমকে আসামি করার পর নাকি কয়েক কোটি টাকা নিয়ে বাদীকে দিয়ে মামলা থেকে নাম বাদ দিচ্ছি! হাসতে হাসতে মান্নান বলেন, মামলা একবার রুজু হয়ে গেলে কোন আইনে আছে যে মামলা থেকে নাম বাদ দেওয়া যায়? এগুলো কি উদ্দেশ্য প্রনোদিত অপ-প্রচার নয়?

এসব কারণে সোনারগাঁয়ে বিএনপি বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এক অংশের নেতৃত্ব দিচ্ছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। মূলত মান্নানপন্থিরাই জড়িয়ে পড়েছে হামলা-মামলা ও বাড়িঘর লুটপাটে। এবিষয়ে মান্নান বলেন, সোনারগাঁ বিএনপি দুইভাগে বিভক্ত হয়নি, বিভক্ত হয়েছে রেজাউল করিম ও তার সাথে থাকা সংস্কার পন্থিরা। রেজাউল করিম ও তার সুবিধাবাদী দোসররা কোথায় ছিলো দলের অন্তিম সময়ে? আমরা কোন হামলা, ভাংচুর ও লুটপাট করিনি। যতটুকু হয়েছে সংস্কার পন্থিরা সোনারগাঁ বিএনপির নাম ক্ষুন্ন করার জন্য এসব ভাংচুর করেছে। অন্যথায় সোনারগাঁ বাংলাদেশের অন্যান্য উপজেলা থেকে যথেষ্ট ভালো আছে বলেও জানান মান্নান।

স্থানীয় স্কুলশিক্ষক রহিম মাস্টার বলেন, আজহারুল ইসলাম মান্নান এক সময় অধ্যাপক রেজাউল করিমের একজন সাধারণ কর্মী ছিলেন। একটি আবাসন প্রতিষ্ঠানের দালালি করে রাতারাতি কোটিপতি বনে যান তিনি। এরপরই বিশাল ক্যাডার বাহিনী গড়ে তোলেন। এবিষয়ে মান্নান বলেন, দলের আদর্শ বুকে নিয়ে কর্মী থেকেই মানুষ নেতা হয়। আমিও সেটাই হয়েছি। আমি কারো দালালী করিনি, একটি কোম্পানির সাথে ব্যবসা করে সেই টাকায় আজীবন রাজনীতি করেছি। আমার কোন সন্ত্রাস বাহিনী নেই বলেও জানান আজহারুল ইসলাম মান্নান।

পত্রিকায় এসেছে গত ৭ আগস্ট আমার নেতৃত্বে একদল সন্ত্রাসী পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর এলাকায় সাবেক মহিলা মেম্বার মমতাজ বেগমের পরিবারের লোকজনকে পিটিয়ে বাড়ি থেকে বের করে তার ভবনসহ জায়গা-জমি জবরদখল করে নিয়ে গেছি! কোথায় নিয়ে গেছি? তার ভবন সেখানেই আছে। এ ব্যপারে সেনাবাহিনীর ক্যাম্পে নাকি অভিযোগ হয়েছে। বিগত ১৬ বছর আমার জমি ও বাড়ি দখল করে জোরপূর্বক মমতাজ মেম্বারনী ভবন তৈরি করে রেখেছে, আমি শুধু আমার অধিকারটুকু নিয়েছি। প্রশাসন আসুক, আমার ও তার কাগজপত্র দেখুক যায়গার প্রকৃত মালিক কে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ৫ আগস্ট মেঘনা টোল প্লাজা থেকে টোলের কয়েক কোটি টাকা ছিনিয়ে নিয়ে গেছে আমার ছেলে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবের অনুসারিরা। এবিষয়ে মান্নান বলেন, মেঘনা টোল প্লাজায় এমন কোন ঘটনাই ঘটেনি। ৫ আগষ্টের পর বেশ কয়েকদিন টোল থেকে টাকাই উঠানো হয়নি। বৈষম্যবিরোধী ছাত্রজনতা টোল পাহাড়া দিয়েছে৷ আমাদের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের সাথে সহযোগিতা করেছে। এবিষয়ে ফুটেজ আছে, পত্রিকায় নিউজও হয়েছে।

আজহারুল ইসলাম মান্নান বলেন, আমার বাহিনী নাকি মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে, একথাটা একদম সত্য! ১৬ বছর লুকিয়ে থাকা সংস্কার পন্থিদের জন্য আমি ও আমার বাহিনী ঠিকই মূর্তিমান আতঙ্ক। তিনি বলেন, আমার বাহিনী প্রতাবেরচর গ্রামের মিন্টু, ঝাউচর গ্রামের আল আমিনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। আমার ভয়ে প্রতাবেরচর, ঝাউচর ও আষাড়িয়ারচর গ্রামের বড় বড় ব্যবসায়ীরা নাকি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এ নিয়ে নাকি থানায় অভিযোগও হয়েছে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নে শীলমান্দি ও পিরোজপুর ইউনিয়নের মেঘনাঘাটে অবস্থিত ৩টি ইকোনমিক জোনসহ ৩৮টি শিল্পপ্রতিষ্ঠানের বিভিন্ন কাজকর্ম নাকি নিয়ন্ত্রণে নিয়েছি আমি ও আমার ভাইসহ আত্নীয়-স্বজনরা। মান্নান বলেন, দেশের যে পরিস্থিতি ছিলো, কে কোথায় হামলা ভাংচুর করেছে আমি জানিনা, অযথা আমার নেতাকর্মীদের দায়ী করে সংবাদ প্রচার হয়েছে। প্রথম থেকেই আমি বলে আসছি যারা হামলা ও ভাংচুর করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কয়েকজনকে দল থেকে বহিষ্কারও করেছি। আমার লোকজন যদি ভাংচুর করতো তাহলে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বাড়ি আমার বাড়ির পাশেই। যারা অপপ্রচার চালাতে চায় তারা এসে দেখে যান তার বাড়িটাও শির উচিয়ে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে।

মান্নান বলেন, আমার নেতৃত্বে প্রতিদিন শতাধিক লোক চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনামূলক প্রচার চালাচ্ছে। মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ফুটপাতের সব দোকান ও পরিবহণ থেকে কোন চাঁদা তোলা হয়না বলেও জানান মান্নান। পত্রিকায় লেখা হয়, সোনারগাঁয়ের ১০টি ইউপির অধিকাংশ জনপ্রতিনিধি আওয়ামীলীগ হওয়ায় তাদেরকে হত্যা মামলার আসামি করা হয়। এবিষয়ে মান্নান বলেন, আমি আগেও বলেছি, এখনো বলছি মামলার বাদী কিন্তু আমি নই। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের সদস্যরাই মামলার বাদী হয়েছে। তিনি বলেন, ১৬ বছর বিএনপি ক্ষমতায় ছিলোনা, গুম, খুনতো আর বিএনপি করেনি, মামলাতো আওয়ামীলীগই খাবে নাকি? তিনি বলেন, যেহেতু আওয়ামীলীগের সাঙ্গপাঙ্গরাই বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলো, দেশের খারাপ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের মেম্বারদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমার আইন নয়, আমার অধিকারও নয়। জনগনের সেবা নিশ্চিত করার জন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে  মেম্বারদের দায়িত্ব দিয়েছে কতৃপক্ষ।



আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুরুন নেছা (৪৮) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুরুন নেছা উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের দক্ষিন দামাদরদী গ্রামের দিনমজুর বাবুল মিয়ার স্ত্রী।

হুরুন নেছার বড় ছেলে মামুন জানান, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তার মা হুরুন নেছা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বের হয়। পরে ঘরে ফিরে না আসায় রাত ১টার দিকে পরিবারের সবাই তাকে খুঁজতে থাকে। এসময় বাড়ির পাশে টিউবলের সামনে মাথায় ও পিঠের উপর এলোপাতারিভাবে ধারালো অস্ত্রের আঘাতে আহত রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠিয়ে দেয়। আহতকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সুশিক্ষিত জাতি, উন্নত দেশের চাবিকাঠি এই স্লোগানে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুল ও নাহিদ সুলতানা জুবলী মেমোরিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ই অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দা'র  সভাপতিত্বে প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক " খাইরুল ইসলাম সজীব"। 

এসময় প্রধান অতিথি ও অত্র স্কুলের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সমাজ সেবক ও বিএনপি নেতা "মাসুম রানা"।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশ বান্ধব স্কুল থাকায় আমি গর্ববোধ করি, আমি আশা করি খুব শীঘ্রই এই স্কুলটি সোনারগাঁয়ের একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি এর সার্বিক সাফল্য কামনা করছি।

বিদ্যালয়ের অন্যতম পরিচালক রোকেয়া বেগমের সার্বিক  পরিকল্পনায় আমন্ত্রিত অতিথি ছিলেন, পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, আনন্দ টিভির  সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, আইডিয়াল স্কুল এন্ড কলেজ'র প্রধান শিক্ষক মিজানুর রহমান খান, আব্দুল মালেক স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ হানিফ মিয়া, চাইল্ড হ্যাভেন স্কুল এর প্রধান শিক্ষক  রিয়াজুল করিম, নোয়াব প্রধান, খোকন প্রধান, বজলুল সরকার তারেক সরকার, রবিউল ইসলাম রবি, সাংবাদিক ইমরান হোসেন, বাবুল মিয়া ও লিয়া আক্তার প্রমুখ।

এসময় স্কুলের  সকল শিক্ষকবৃন্দের সহায়তায় অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সার্টিফিকেট ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।



আমাদের সোনারগাঁও:
সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল খান রিপন।


ঢাকা জেলাসহ দেশের সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে।ধনী, গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা রাখেন তিনি।কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।


তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান।এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও অপ-প্রচারের বিরুদ্ধে  ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর সোমবার  উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের অংশে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।

প্রতিবাদ সভায় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সারাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নামে একটি কুচক্রী মহল যে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা নারায়ণগঞ্জ ও সোনারগাঁসহ সকল নেতাকর্মী সজাগ রয়েছি। কোন রকম চাঁদাবাজি যদি দলের নাম ভেঙ্গে কেউ করে তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করার আহবান জানাই।

এসময় উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম রাজ, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাফর আহমেদ তুষার, সোনারগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাহীম মিয়া ও সোনারগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সানভীর সরকার রিফাত প্রমুখ।



আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আদিব (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণ করেছে তার খালাতো ভাই শাহেদ। অপহরণের পর ২৪ ঘণ্টার মধ্যে সিলেট থেকে ৩ অপহরণকারীসহ ভিকটিম মাদ্রাসার শিক্ষার্থীকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। উদ্ধারকৃত শিক্ষার্থী আদিব উপজেলার বিষ্ণাদী এলাকার শফিকুল ইসলামের ছেলে।  সে বানেশ্বর্দী আরাফাত নগর মাদ্রাসায় পড়াশোনা করতো। 

গ্রেফতারকৃত অপহরণকারীরা হচ্ছে, উপজেলার পরমেশ্বর্দী এলাকার আব্দুর রশিদের ছেলে মাহফুজ (৩১), বস্তল এলাকার বাবুল মিয়ার ছেলে শাহেদ (১৯) ও দৌলর্দী এলাকার শহিদুল্লাহর ছেলে রাইয়ান (১৮)। 

শুক্রবার (৪ই অক্টোবর) সকালে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মাদ্রাসার শিক্ষার্থী আদিবের বাবা বিদেশ থাকায় তার আপন খালাতো ভাই শাহেদসহ উপরোক্ত আসামীরা তাকে বিমান বন্দরে তার বাবার কাছে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে। পরবর্তীতে ১০ লক্ষ টাকা মুক্তিপণের দাবিতে তাকে সিলেটে একটি আবাসিক হোটেলে আটক করে রাখে। ভিকটিমের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার সহ তিন অপহরণকারীদের গ্রেফতার করতে সক্ষম করা হয় পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

মাদ্রাসার শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম জানান, ছেলের অপহরণের পর তিনি বিদেশ থেকে চলে আসে। তিনি ছেলের বরাতের মাধ্যমে আরও জানান, আমি বিদেশ থেকে আসছি এ কথা বলে তার খালাতো ভাই শাহেদ ও তার ২ জন সহযোগীর মাধ্যমে চেতনানাশক ড্রিংকস খাওয়ানো হয়। পরে তাকে গাড়ি করে সিলেটের মাজার সংলগ্ন একটি আবাসিকে ঘুমের ওষুধের মাধ্যমে ঘুমন্ত অবস্থায় আটক করে। পরিবার থেকে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে। পরে লিখিত অবস্থায় সোনারগাঁ থানায় অভিযোগ করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমার ছেলেকে উদ্ধার করা হয়। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, মাদ্রাসা ছাত্রকে অপহরণের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।


সংবাদ ডেস্কঃ ভারত হয়ে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) কাঠমান্ডুর এক হোটেলে এ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি দুই দিনের সফরে নেপালে অবস্থান করছেন।

বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেডের (এনভিভিএন) প্রতিনিধিরা চুক্তি স্বাক্ষর করেন। তিনি দুই দিনের সফরে নেপালে অবস্থান করছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর জানান, এই চুক্তির অধীনে জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

অনুষ্ঠানে নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী দীপক খাড়কা, বাংলাদেশের পানিসম্পদ সচিব নাজমুল আহসান এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি উপস্থিত ছিলেন। সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর বক্তব্যে বলেন, এই চুক্তি আঞ্চলিক জ্বালানি বাণিজ্য সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু তাৎক্ষণিক বিদ্যুৎ চাহিদা পূরণের বিষয় নয়, বরং আমাদের দেশগুলোর দীর্ঘমেয়াদি এবং পরিবেশবান্ধব জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়াও।

এর আগে পরিবেশ উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে সিংহ দরবারে সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। রূপালী বাংলাদেশ


আমাদের সোনারগাঁওঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের মধ্যে সোনারগাঁ একমাত্র উপজেলা যেখানে ৫ আগষ্টের পর কোনো রাজনৈতিক অরাজকতা সৃষ্টি করতে দেয়া হয়নি। 

স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর কেউ বলতে পারবে না এই সোনারগাঁয়ে কোনো অত্যাচার-নির্যাতন হয়েছে। আমরা বিএনপি দেশের জনগনকে শান্তিতে রাখার কথা দিয়েছি। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে চেষ্টা করে যাচ্ছি।

৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের বটতলা বাজারে সন্ত্রাস বিরোধী  সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংস্কারপন্থী সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী রেজাউল করিম দীর্ঘ ১৭ বছর রাজনীতির মাঠে দেখা যায়নি। যার বিরুদ্ধে এতো বছরে একটি মামলাও হয়নি। সে এখন বসন্তের কোকিল হয়ে সোনারগাঁয়ে বিএনপির রাজনীতি করতে এসেছে। ১৭ বছর ঘুমিয়ে থাকা সংস্কারপন্থীদের সোনারগাঁ বিএনপিতে যায়গা দেয়া হবেনা। তার ভাই একজন চাঁদাবাজ ছিলেন, গরীবের হক লুটেপুটে খেয়েছেন। তার ভাতিজা ব্যাংকের টাকা আত্মসাৎ করে ২৫ বছরের সাঁজা হয়েছে। সে এখন পলাতক রয়েছে। আমরা তারেক জিয়ার আদর্শের সৈনিক যার আদর্শে সোনারগাঁয়ে সর্বসাধারণের পাশে আছি এবং থাকবো।  

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

সমাবেশে বিশেষ অথিতি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীব, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শহীদ সরকার, যুগ্ম-সম্পাদক আব্দুর রউফ, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শফিউল আলম বাচ্চু, বিএনপি নেতা মাসুম রানা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।



আমাদের সোনারগাঁও: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা কনফারেন্স রুমে প্রস্তুতি মূলক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ডক্টর ইকবাল হোসাইন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সেনা সদস্য ক্যাপ্টেন রিয়াজ উদ্দিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  সাবরিনা আক্তার ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, বিএনপি ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ  উপজেলার ৩৬ টি পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সেনা বাহিনীর সদস্যবৃন্দ।

সভায় আজহারুল ইসলাম মান্নান বলেন, বিগত সরকারের আমলে দীর্ঘ ১৮ বছর আমি উপজেলা পরিষদের কোন অনুষ্ঠানে বাসার সুযোগ পাইনি। আমাদের বিরুদ্ধে ডজন ডজন মামলা ছিলো। মামলা হামলার মধ্যেও আমরা চেষ্টা করেছি দলমত নির্বিশেষে সোনারগাঁয়ের সকল হিন্দু সম্প্রদায় ভাইদের পাশে থেকে তাদের সহযোগীতা করতে। পরে সোনারগাঁয়ের ৩৬ টি পূজা মন্ডপের জন্য ইউএনও'র মাধ্যমে আর্থিক সহযোগীতা করেন আজহারুল ইসলাম মান্নান।

দুর্গাপূজা যতদিন চলমান থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখবে বলে উপস্থিত নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও পূজা মন্ডপে যাহাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সকলকে সেদিকে খেয়াল রাখার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget