হুরুন নেছার বড় ছেলে মামুন জানান, গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তার মা হুরুন নেছা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বের হয়। পরে ঘরে ফিরে না আসায় রাত ১টার দিকে পরিবারের সবাই তাকে খুঁজতে থাকে। এসময় বাড়ির পাশে টিউবলের সামনে মাথায় ও পিঠের উপর এলোপাতারিভাবে ধারালো অস্ত্রের আঘাতে আহত রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্রে পাঠিয়ে দেয়। আহতকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী জানান, লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post a Comment