Halloween Costume ideas 2015
November 2024


আমাদের সোনারগাঁওঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২২ (নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা যুবদলের উদ্যোগে পৌরসভার টিপুরদি এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ পৌরসভা যুবদলের সভাপতি ও সদস্য সচিব, জাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, রাকিব হোসেন, সদস্য নোবেল মীর, সোনারগাঁ পৌরসভা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম আহবায়ক আল আমিন, আবু সালেহ মুছা, সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবদল নেতা অলি আহমেদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।



আমাদের সোনারগাঁওঃ হত্যা, চাঁদাবাজি, মারামারি ও প্রতারণাসহ ৯ মামলার আসামি নারায়ণগঞ্জ সদর উপজেলা যুবলীগের সদস্য ফারুক হোসেন রিপনকে  গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে শহরের মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন রিপন সৈয়দপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানান, ফারুক হোসেন রিপন ছিল মেয়রের লোক। সে পরিচয়ে শহীদনগর, সৈয়দপুর এলাকায় প্রভাব খাটিয়ে সন্ত্রাসী কর্মকান্ড- চালাত। চাঁদাবাজি ও জমি দখল ছিল তার নিত্য দিনের কর্ম। আওয়ামী লীগ সরকারের আমলে তাকে ভয়ে কেউ কিছু বলতে পারত না।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলা করে  অনেককেই আহত ও হত্যা করেছে। সে ঘটনায় সদর থানা ও জেলার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলায় ফারুক হোসেন রিপনকে শহরের মন্ডলপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।



আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনা মূলক কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বারদী এলাকায় ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, যুগ্ম আহবায়ক করিম রহমান, যুবদল নেতা আরিফুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান।

এসময় খাইরুল ইসলাম সজিব বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোষরদের বাংলাদেশে আর স্থান দেয়া হবে না। যারা যে সকল বসন্তের কোকিল সংস্কার পন্থী হয়ে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের বদনাম করতে চায় তাদেরকেও ছাড় দেয়া হবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে রাজপথে আছে যুবদলের সকল নেতাকর্মীরা।



আমাদের সোনারগাঁওঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যক  নেতাকর্মী নিয়ে ঢাকার পল্টনে বিএনপির র‍্যালীতে অংশগ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে শতশত নেতাকর্মী সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়ন একটি পৌরসভা থেকে পৃথকভাবে মিছিলে মিছিলে রাজধানীর নটরডেম কলেজের সামনে গিয়ে জড়ো হয়। জুম্মার নামাজের পর আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়ে দৃষ্টিনন্দন শোভাযাত্রার মাধ্যমে র‍্যালীতে অংশগ্রহণ করেন। এসময় সোনারগাঁ থানা বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে কম্পিত হয় ঢাকার রাজপথ।

এর আগে আজহারুল ইসলাম মান্নান বলেন, দলের অন্তিম সময়ে সোনারগাঁ থানা বিএনপি কেন্দ্র ঘোষিত যে কোন সমাবেশ ও আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেছে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা গত ৫ আগষ্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সোনারগাঁয়ে অনেক নামধারী নেতার আবির্ভাব হয়েছে। তিনি বলেন, বিগত ১৭ বছর আমিসহ আমার নেতাকর্মীরা বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। এখন দলের সু-সময়ে সংস্কারপন্থীরা আওয়ামী দোসরদের সাথে নিয়ে সামনের সারিতে আসার পায়তারা করছে।

র‍্যালীতে অংশ গ্রহন করেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেষ্ঠ সাধারণ সম্পাদক সেলিম হক রোমি, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেষ্ঠ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, যুবদল নেতা সোহেল রানা ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ প্রমুখ।



আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে থানা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এক অস্থায়ী মঞ্চে আলোচনা সভা শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সভায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এসময় প্রধান বক্তা নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপির দুঃসময়ে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান দলকে আগলে রেখেছেন। ১৭ বছর পালিয়ে থেকে যারা দলের সুসময়ে মাথা উঁচু করে দাড়াতে চায় তাদের কোন সুযোগ দেওয়া হবেনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, সোনারগাঁয়ের মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম মান্নান। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের অত্যান্ত প্রিয় মানুষ মান্নান। আপনারা সোনারগাঁয়ের নেতৃবৃন্দ আগামী নির্বাচনে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

আলোচনা শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে  বর্ণাঢ্য র‍্যালি  শুরু হয়। র‍্যালিটি উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ  প্রদক্ষিণ করে সভামঞ্চে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সেলিম হক রোমি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, বিএনপি নেতা মাসুম রানা, ছাত্রদল নেতা করিম রহমান ও আরিফুল ইসলাম রাজ প্রমুখ।



নিজস্ব প্রতিবেদকঃ ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ'র সোনারগাঁ উপজেলা  বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসহ সকল নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

বৃহস্পতিবার (৭নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে এ দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে বুধবার ৬ নম্বর এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন থেকে রক্ষা পায় বাংলাদেশ। এদিন সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা সেনানিবাসের বন্দিদশা থেকে মুক্ত করে আনেন তৎকালীন সেনাপ্রধান ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানকে। এ বিপ্লবের ফলে জেনারেল জিয়াউর রহমান পরবর্তীতে ক্ষমতায় আসেন।

তখন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দল বিএনপি এ দিবসটি যথাযথভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করছে।



আমাদের সোনারগাঁওঃ মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁ উপজেলা বিএনপি। ২ নভেম্বর শনিবার দুপুরে উপজেলা মডেল মসজিদের হল রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, উপজেলা বিএনপির-সহ সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর  রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমা আক্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাসনাইন প্রমুখ।

সংবাদ সম্মেলনে মো. মোশারফ হোসেন লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রি মহল সংবাদকর্মীদেরকে ভুল তথ্য দিয়ে সোনারগাঁ বিএনপির ত্যাগী নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করাচ্ছেন। ফলে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সোনারগাঁ বিএনপির ঐক্য বিনষ্ট করার জন্য সংস্কার পন্থী এক নেতা ও তার ভাই আওয়ামীলীগ নেতা শীর্ষ ঋণ খেলাপী মিলেমিশে মাঠে নেমেছে। 

বিগত ১৬ বছর আওয়ামীলীগের দুঃশাসনের কারণে সোনারগাঁ বিএনপির নেতাকর্মীরা জেল জুলুম, নিপীড়ন ও নির্যাতনে জর্জরিত ছিল। অথচ পাঁচ আগষ্টের পর সোনারগাঁয়ে আমরা বিরোধী দলের উপর কোন ধরনের সহিংসতা হতে দেইনি। সোনারগাঁকে আমরা শান্তিপূর্ণ রাখার চেষ্টা করেছি।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা যদি দলের নির্দেশ অমান্য করে কোন ধরনের অপকর্ম করে তাহলে জানাবেন, আমরা তদন্তের মাধ্যমে দলীয়ভাবে ব্যবস্থা নেব।



আমাদের সোনারগাঁওঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মাদক কারবারিরা হলেন গাজীপুর জেলার গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মরহুম আনসার মন্ডলের ছেলে মো: জাহিদুল ইসলাম (৩৮) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মো: মনজুর আলমের ছেলে জিসান (২২)।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা পিকআপের ব্যাকডালা থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পেশাদার মাদককারবারি, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে থাকে।

ওসি বলেন, তাদেরকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সোনারগাঁ থানা পুলিশের তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget