শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে শতশত নেতাকর্মী সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়ন একটি পৌরসভা থেকে পৃথকভাবে মিছিলে মিছিলে রাজধানীর নটরডেম কলেজের সামনে গিয়ে জড়ো হয়। জুম্মার নামাজের পর আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী একত্রিত হয়ে দৃষ্টিনন্দন শোভাযাত্রার মাধ্যমে র্যালীতে অংশগ্রহণ করেন। এসময় সোনারগাঁ থানা বিএনপি নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে কম্পিত হয় ঢাকার রাজপথ।
এর আগে আজহারুল ইসলাম মান্নান বলেন, দলের অন্তিম সময়ে সোনারগাঁ থানা বিএনপি কেন্দ্র ঘোষিত যে কোন সমাবেশ ও আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেছে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা গত ৫ আগষ্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সোনারগাঁয়ে অনেক নামধারী নেতার আবির্ভাব হয়েছে। তিনি বলেন, বিগত ১৭ বছর আমিসহ আমার নেতাকর্মীরা বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছি, জেল খেটেছি। এখন দলের সু-সময়ে সংস্কারপন্থীরা আওয়ামী দোসরদের সাথে নিয়ে সামনের সারিতে আসার পায়তারা করছে।
র্যালীতে অংশ গ্রহন করেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেষ্ঠ সাধারণ সম্পাদক সেলিম হক রোমি, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেষ্ঠ সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম, যুবদল নেতা সোহেল রানা ও ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ প্রমুখ।
Post a Comment