হামলার ঘটনায় গত ১৭ ডিসেম্বর বাংলাদেশের অধিকাংশ জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আজহারুল ইসলাম মান্নানের ছবি সংবলিত টি-শার্ট পরিহিত দেখে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে সংস্কারপন্থী নেতা রেজাউল করিমের সমর্থকরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ের একাধিক রগ কেটে যাওয়ায় আগামি ৯ জানুয়ারি রাজধানীর পঙ্গু হাসপাতালে অস্ত্রপ্রচার করার কথা রয়েছে। শাহাদাত হোসেন এখনো পর্যন্ত শংঙ্কামুক্ত নয় বলেও জানান তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে দেখতে এসে আজহারুল ইসলাম মান্নান শাহাদাত হোসেনের চিকিৎসার সকল খরচ বহন করার আশ্বাস দেন এবং তার পরিবারকে নগদ ২০,০০০ (বিশ হাজার) হাজার টাকা প্রধান করেন। তিনি বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এসময় এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আহত যুবদল নেতা শাহাদাতের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
আজহারুল ইসলাম মান্নানের সাথে ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন ভূইয়া, সহ-সভাপতি তাজুল ইসলাম সরকার, বারদী ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুর রহমান মুন্সি, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Post a Comment